আওয়ামী লীগের তিন নেতাকে বেধড়ক পেটালেন কক্সবাজারের সাবেক এমপি বদি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের তিন নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে কক্সবাজার উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে।
শুক্রবার ইফতারের আগে উপজেলা হল রুমে জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।দলীয় কার্যক্রমে অযৌক্তিক ভাবে নাক গলানোর প্রতিবাদ করায় নেতাদের বেধড়ক মারধর করেন বদি। নেতাদের দাবি, আবদুর রহমান বদি জেলা আওয়ামী লীগের সদস্য হলেও টেকনাফ পৌর আওয়ামী লীগের কার্যক্রমে অযৌক্তিক ভাবে নাক গলানো ও গ্রুপিং সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এসবের প্রতিবাদ করায় তাদের ওপর চড়াও হন বদি। মারধরের শিকার তিন নেতা হলেন- টেকনাফ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউছুফ মনো, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইউছুফ ভুট্টো ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হক।










