আওয়ামী লীগের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের অধীনের সুষ্ঠু নির্বাচন সম্ভব, সিটি নির্বাচনে সরকার তা প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, যেসব দেশ বাংলাদেশের নির্বাচনের দিকে শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে, তাদের উচিত সিটি নির্বাচনে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণকে মূল্যায়ন করা। বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদী দল হিসেবে উল্লেখ করে দলটির বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় দলীয় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, শত বাঁধা ও ষড়যন্ত্রের মাঝেও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্যের তথ্য জনগনের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনা।