আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বাতিলের দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে ৭১’র শান্তি কমিটির সদস্য করিমল হোসেনের সন্তানকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানসহ পৌরবাসী।
সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব ও নাজিরা খেজুরতল এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের প্রার্থী যাচাই-বাছাইয়ের নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন কাজিউল ইসলাম। পরবর্তীতে তৃণমুলের প্রথম স্থান অধিকারী মোস্তাফিজার রহমান সাজুকে মনোনয়ন না দিয়ে দ্বিতীয় স্থানে থাকা কাজিউল ইসলাম নৌকার মনোনয়ন দেয়া হয়। মানববন্ধনে অভিযোগ করেন ২ জুলাই ১৯৭১ সালে পনির উদ্দিন আহমেদের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট গঠিত শান্তি কমিটির ২০তম সদস্য ছিলেন কাজিউল ইসলামের পিতা করিমল হোসেন। মানববন্ধনে কাজিউল ইসলামের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বাতিল করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রার্থী করার দাবি জানান তারা।