‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না’

- আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৬০১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফলে এই সরকারকে পতনই এখন বিএনপির প্রধান চ্যালেঞ্জ বলে জানান তিনি। সকালে রাজধানীর চন্দ্রীমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপি’র আন্দোলন ব্যর্থ হয়নি, সরকার বিএনপির আন্দোলন নসাৎ করার চেষ্টা করে যাচ্ছে। কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন যৌক্তিক দাবি করে তিনি বলেন, কোটা আন্দোলন কেন্দ্র করে সরকার ভিন্ন কিছু করছে কি না, শঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার সুচিকিৎসা নিশ্চিতে নেতা কর্মীদের অগ্রণি ভূমিকা রাখার আহ্বান জানান মির্জা আব্বাস।