আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৭৬০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।
একটি গোষ্ঠী সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। রংপুরের বিভাগীয় মহাসমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা একটি মানুষও আর ঠিকানাহীন থাকবে না। নগরীর ১০ কিলোমিটার জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সেজেছে নগরী। প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।