আইসিসি টেস্ট ব্যাটিং রেংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন দাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
আইসিসি টেস্ট ব্যাটিং রেংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন দাস। দুই ধাপ এগিয়ে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন। দুই ম্যাচে ১৯৬ রান করেন তিনি। সবশেষে আইসিসির রেংকিং প্রকাশে উন্নতি হয়েছে মমিনুল হক ও নাজমুল শান্ত’র। রেংকিংয়ের ৩৭ নম্বরে আছেন মমিনুল আর ২১ ধাপ এগিয়ে তালিকার ৮৮ নম্বরে আছেন নাজমুল শান্ত। ৯২৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশান। বোলিংয়ে বাজিমাত করেছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ৩ নম্বরে অবস্থান করেছেন নিউজিল্যান্ড পেসার। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ৭টি, পরের টেস্টে ২টি উইকেট নেওয়া ইবাদত রেংকিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। তার অবস্থান এখন ৮৮তম স্থানে। সবার উপরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।