আইপিএল খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন ডারেন সামি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ডারেন সামি। সানরাইজার্স হায়দ্রাবাদের আরেক সতীর্থ-লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরাও শিকার হয়েছে এই বৈষম্যে’র।
ইনস্টাগ্রামে নিজের এমন বাজে অভিজ্ঞতার কথা তুলে ধরেন ডারেন সামি। মাঠে খেলার সময় প্রায়ই তাকে এবং থিসারা পেরেরাকে কালু বলে ডাকা হতো। তখন কালু বলতে শক্তিশালী কিছু মনে করতেন বলে জানান সামি। সম্প্রতি এই শব্দের অর্থ জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। পাশাপাশি ক্রিকেট মাঠে বর্ণবাদী আচরণ রুখতে আইসিসি এবং বিভিন্ন দেশের বোর্ডগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন সামি। আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যার পর চলমান বিক্ষোভের সমর্থনও জানিয়েছেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক।