আইপিএলে প্লে অফ সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সানরাইজারর্স হায়দরাবাদ

- আপডেট সময় : ০৩:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আইপিএলে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফ সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সানরাইজারর্স হায়দরাবাদ। ৮ উইকেটের জয়ে পাঞ্জাবকে টপকে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এলো ওয়ার্নারের দল।
আগে ব্যাট করে ১৫৪ রান তোলে রাজস্থান। জবাবে, ১১ বল হাতে জয় পায় হায়দরাবাদ। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে জেসন হোল্ডারের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি স্টিভ স্মিথের দল। সর্বোচ্চ ৩৬ রান সাঞ্জু স্যামসনের। তিন উইকেট নেন হোল্ডার। জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানের মধ্যে জোফরা আর্চার চমকে বিদায় নেন ডেভিড ওয়ার্নার আর জনি বেয়ারস্টো। কিন্তু এরপর আর হায়দরাবাদের পা হরকাতে দেননি বিজয় শঙ্কর ও ম্যানিশ পান্ডে।এ দুয়ের ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে সানরাইজার্স হায়দরাবাদ। শঙ্কর ৫২ আর পান্ডে অপরাজিত থাকেন ৮৩ রানে।