আইপিএলে আবারো হোঁচট খেলো চেন্নাই সুপার কিংস

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আইপিএলে আবারো হোঁচট খেলো চেন্নাই সুপার কিংস। এবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ রানে হেরেছে ধোনির দল। কলকাতার দেয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৫৭ রান তোলে চেন্নাই।
আবুধাবীতে টস জিতে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। এক রাহুল ত্রিপাথিকে ছাড়া সুবিধা করতে পারেনি কেউই। ৮১ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। এছাড়া সুনিল নারিন ও প্যাট কামিন্সের উইলো থেকে আসে সমান ১৭ রান করে। শেষ পর্যন্ত ১৬৭ রানে গুটিয়ে যায় কলকাতা। তিন উইকেট নেন ডুয়াইন ব্রাভো। জবাবে, দলীয় ৩০ রানে ফাফ ডু-প্লেসির উইকেটে হারালে, শেন ওয়াটসন আর আম্বাতি রাইডুর ব্যাটে ঘুরে দাড়ায় চেন্নাই। কিন্তু শেষের দিকের ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়ে সুপার কিংস। সর্বোচ্চ ৫০ রান করেন শেন ওয়াটসন। এদিকে, আজ একমাত্র ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে হায়দরাবাদ ও পাঞ্জাব।