আইপিএলে অংশ নিতে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। রোববার মধ্যরাতে আরব আমিরাতের উদ্দেশে রওনা হন সাকিব।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ সময় তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন।
বিমানে সাকিবের সঙ্গী হওয়ার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। কিন্তু ভিসা জটিলতার কারণে মোস্তাফিজ যেতে পারেননি।ভিসা জটিলতা কাটলে আজ আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন জাতীয় দলের এ সেরা পেসার। বিশ্বকাপের আগে সাকিব ও মোস্তাফিজুরের আর দেশে ফেরা হবে না। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ হবে। ফাইনাল ১৫ অক্টোবর । এর দুদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।