আইপিএলের চলতি মৌসুমে প্লে-অফে খেলা হলো না রাজস্থান রয়্যালসের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আইপিএলের চলতি মৌসুমে প্লে-অফে খেলা হলো না রাজস্থান রয়্যালসের। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় রাজস্থানের।
বিপরীতে দাপুটে জয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯১ রান তোলে মরগানের দল। সুবিধা করতে পারেননি ইনফর্ম নিতীশ রানা। আউট হন শূন্য রানে। সুবমান গিল ৩৬ ও রাহুল ত্রিপাথি করেন ৩৯ রান। শেষের দিকে অধিনায়ক মরগানের অপরাজিত ৬৮ রানে ঝড়ে বড় সংগ্রহ পায় কলকাতা। জবাবে প্যাট কামিন্সের বোলিং তোপে ৯ উইকেটে ১৩১ রান তুলতে পারে রাজস্থান রয়্যালস। সর্বোচ্চ ৩৫ রান করেন জশ বাটলার। চার উইকেট নেন কামিন্স। এদিকে, প্লে-অফ নিশ্চিতের মিশনে আজ রাত ৮টায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।