আইন ভঙ্গ করার প্রবণতা বন্ধ করতে না পারলে নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব না : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
সড়কে আইন ভঙ্গ করার প্রবণতা বন্ধ করতে না পারলে নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই- নিসচা’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নিসচার সাথে একাত্মতা পোষণ করে মন্ত্রী বলেন, সড়কে সুরক্ষা দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এসময় ড্রাইভারদেরকে নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে নিসচা। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান, নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনারোধে সড়কে হাইড্রোলিক হর্ণ বন্ধ করারও পরামর্শ দেন বক্তারা।