আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পথে দেশে মাদক ঢুকছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পথে দেশে মাদক ঢুকছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুপুরে রাজধানীর একটি হোটেলে মাদকের অপব্যবহার রোধে কর্মশালা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকের ছোবলে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্টমন্ত্রী আরও বলেন, ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের জনগণ রুখে না দাঁড়ালে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।










