অস্ত্র মামলায় আরফান উল্লাহ ওরফে দামালের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৮:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় আরফান উল্লাহ ওরফে দামালকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এই আদেশ দেন।
রাজধানীর মতিঝিলের কমলাপুর বস্তি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আরফান উল্লাহর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য আরফানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আরফানকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। পুলিশ জানায়, রাতে শ্যুটার আকাশের দেয়া তথ্যে আরফান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। দামাল টিপু হত্যার পরিকল্পনাকারীদের একজন। ডিবির মতিঝিল বিভাগের ডিসি রিফাত রহমান শামীম জানান, দামালের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এছাড়া মোল্লা শামীম ও ফারুক খান নামে আরও দুজনের তথ্য পেয়েছে পুলিশ।























