অস্ত্রের মুখে জিম্মি করে জুয়েলারি দোকানের প্রায় ২৫০ ভরি সোনা লুট
- আপডেট সময় : ১২:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে জুয়েলারি দোকানের প্রায় ২৫০ ভরি সোনা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।এসময় ডাকাতদলের হামলায় দোকান মালিক অধীর কর্মকার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
গেলো রাত ৯ টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল একটি প্রাইভেটকারে এসে দোকানে ঢুকে মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের সব স্বর্ণ লুট করে নিয়ে যায়।পরে দোকান মালিকের পায়ে গুলি ও মাথায় আঘাত করে কয়েকটি ককটেল ফাটিয়ে ডাকাত দল গফরগাঁওয়ের দিকে চলে যায়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে কয়েকজন পথচারীও আহত হন এসময়। ঘটনার পর স্থানীয়রা দোকান মালিককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়




















