অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এমভি ইমাম হাসান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
অতিরিক্ত যাত্রী নিয়ে চাঁদপুর ঘাট থেকে ঢাকায় আসার সময় দুর্ঘটনায় পড়ে এমভি ইমাম হাসান নামে একটি লঞ্চ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার ৫০০ গজ দূরে অতিরিক্ত যাত্রী কারণে লঞ্চটি তলিয়ে যাওয়ার উপক্রম হয়। যদিও তাৎক্ষণিক লঞ্চটি পন্টুনে ফিরিয়ে আনাই বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় এমভি ইমাম হাসান লঞ্চের মাস্টার কবির হোসেন, সুকানি মো. পারভেজ ও করনিক মো. আল-আমিনকে আটক করেছে চাঁদপুর নৌ-থানা পুলিশ। সংশ্লিষ্টরা জানায়, রাত্রিকালীন যাত্রী নেয়ার জন্য লঞ্চে ৩৪৫ জনের ধারণ ক্ষমতা থাকলেও প্রায় ২ হাজার যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

























