অযথা বিরোধিতার বিপক্ষে মেয়র আইভী

- আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
অযথা বিরোধিতার বিপক্ষে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। আর আচরণ বিধি লংঘণের অভিযোগ করলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। জেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ নিতে এসে এ সব কথা বলেন তারা।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, মেয়র পদে ৭ জন অংশ নিচ্ছেন। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মেয়র পদে খেলাফত মজলিসেরর এ বি এম সিরাজুল মামুন দেয়াল ঘড়ি, স্বতন্ত্র থেকে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার হাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ হাত পাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বট গাছ, কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস হাত ঘড়ি ও আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন নৌকা প্রতীক।