অভয়নগরে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে নষ্ট হয়ে গেছে সরিষার আবাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সরিষার আবাদ নষ্ট হয়ে গেছে। টানা বৃষ্টিতে মধু আহরণেও বিপাকে পড়েছেন চাষীরা। প্রণোদনা কার্যক্রমের আওতায় এ খাতে সহায়তার কথা জানালেন কৃষি কর্মকর্তা।
যশোরের অভয়নগর উপজেলার আটটি ইউনিয়নে মাঠের পর মাঠে দেখা মিলবে এমন হলুদের এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। এ বছর সরিষার আবাদ বাড়লেও ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ক্ষতির মুখে পড়েছে স্থানীয় কৃষকরা।
কৃষকেরা সরিষা থেকে মধু সংগ্রহের কাজেও জড়িত। তবে এবার মধু আহরণ নিয়ে পড়েছেন বিপাকে। গেলো বছরের তুলনায় এবার অতি বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়ে গেছে।
কৃষকদের দেয়া তথ্যের সত্যতা স্বীকার করে কৃষি বিভাগ থেকে সহায়তার কথা জানালেন কর্মকর্তা।
এ বছর উপজেলার ১৩ দশমিক ৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।