অব্যবস্থাপনায় দূষণের নগরীতে পরিণত রাজশাহী: ক্ষুব্ধ নগরবাসী
- আপডেট সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৫১১ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারনে এক সময়ের বায়ুদূষণ মুক্ত রাজশাহী মহানগরী এখন পরিণত হয়েছে দূষণের নগরীতে। নগরীজুড়ে এখন শুধুই যত্রতত্র আবর্জনার পচা দুর্গন্ধ, ভাঙ্গাচুরা পথঘাট,বাতাসে ধুলিকনা আর নগরীজুড়ে যানজট , সেইসাথে মশার উপদ্রব। আন্তর্জাতিকভাবে খ্যাতি পাওয়া পরিচ্ছন্ন নগরীর এমন বিবর্ণ চেহারায়, ক্ষুব্ধ নগরবাসী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দ্য গার্ডিয়ানের ২০১৬ সালের প্রতিবেদনে বলা হয়েছিল ২০১৪-২০১৬ সময়কালে রাজশাহীতে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৬৭ শতাংশ কমে গিয়েছিল। অর্থাৎ ২০১৪ সালে বাতাসে ক্ষুদ্র ধূলিকণার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১৯৫ মাইক্রোগ্রাম, যা ২০১৬ সালে নেমে আসে ৬৩.৯ মাইক্রোগ্রামে। এ অর্জনের কারণে শহরটি বিশ্বের সবচেয়ে দ্রুত দূষণ কমানো নগরী হিসেবে স্বীকৃতি পায়। ফুটেজ-০১
সেই রাজশাহীই বর্তমানে দূষণে শীর্ষে উঠে এসেছে। নগরবাসী বলছে, অব্যবস্থাপনা আর নির্মাণকাজের ধুলার কারণে রাজশাহীর বায়ুমান দ্রুত খারাপ হচ্ছে। গত ২০ অক্টোবর বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ু দুষণে শীর্ষ ছিল রাজশাহী শহর। সেখানে বাতাসে ক্ষুদ্র ধূলিকণার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১৬৭ মাইক্রোগ্রাম। গত ৬ নভেম্বরও একই অবস্থায় ছিল বাতাসে ধূলিকণার পরিমান। ফুটেজ-০২
ময়লা-আবর্জনার দুর্গন্ধেও অতিষ্ঠ নগরবাসী।নগরীর এমন পরিস্থিতির জন্য সাবেক মেয়রের অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বিলাসী কর্মকান্ডকে দায়ি করছেন সুশীল সমাজ।
সরকারি বেসরকারি নির্মাণ কাজ চলমান থাকায় বাতাসে ধুলিকণা বেড়েছে বলে জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
রাজশাহী মহানগরীর পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে, দূষণ-সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন নগরবাসী।














