অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ৮ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ৮ জনকে আটক করেছে বিজিবি।
ধবার রাতে মহেশপুর উপজেলার ২টি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, কিছু বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালান। এসময় পদ্মপুকুর এলাকা থেকে ৫ জন ও মহেশপুর এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে বিনাপাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।