অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সচিবালয়ে বিটের সংবাদকর্মীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান। দ্রুত মুক্তি না দিলে আন্দোলন অব্যাহত থাকার হুঁশিয়ারি দেন তারা। রোজিনাকে নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নেযার দাবিও জানান তারা।
ঘটিত তদন্ত কমিটির সমালোচনা করে সাংবাদিক নেতারা অভিযোগ করে বলেন, অধঃস্তন কর্মকর্তা দিয়ে সিনিয়রদের ঘটনা তদন্তের ঘটনা হাস্যকর উল্লেখ করে অন্য মন্ত্রণালয়ের পাশাপাশি সাংবাদিকদের নিয়ে পুনঃতদন্ত কমিটি ঘটনের দাবি জানান। এছাড়া সচিবালয়ে সংবাদ করমীদের পেশাগত কাজের পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। এসময়ে সচিবালয়ে বিটের সংবাদিক সংগঠনের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ অসংখ্য সাংবাদিক সংগঠন মানববন্ধনে অংশ নেন।























