বগুড়ায় অবাধে ধূমপান করায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
জনবহুল স্থানে ধূমপান নিষেধ থাকলেও বগুড়ায় অবাধে ধূমপান করছে বিভিন্ন শ্রেণির মানুষ। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে মারাত্মকভাবে। ধূমপান বিরোধী আইন থাকলেও তার প্রয়োগ নেই। এদিকে তামাক উৎপাদন ও বিক্রি বন্ধের দাবি করেছেন সুশীল সমাজ।
করোনা নিয়ে ক্রমেই আতঙ্ক বাড়ছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও ধূমপান করছে শত শত মানুষ। করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের সরাসরি আক্রমণ করে, তাই ধুমপায়ীদের ঝুঁকি আরো বেশি। ধূমপায়ীরা শুধু নিজের নয়, আশ-পাশের মানুষদের মাঝেও রোগ ছড়াচ্ছে। করোনা সংক্রমন এড়াতে বিড়ি, সিগারেট ও তামাকজাত পন্য বিক্রি ও উৎপাদন বন্ধের দাবি করেন সুশীল সমাজ।করোনা সংক্রমন এড়াতে ধুমপান বিরোধী আইনের কঠোর প্রয়োগ দেখতে চান এ অঞ্চলের মানুষ।