অবশেষে হার্ডকোর্টের টুর্নামেন্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

- আপডেট সময় : ১১:২৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা-বিরতি দিয়ে অবশেষে হার্ডকোর্টের টুর্নামেন্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস। আগস্টে কেনটাকিতে হতে যাচ্ছে নতুন একটি টুর্নামেন্ট। আয়োজকরা বলছেন, সেখানেই দেখা যাবে ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকাকে।
ফেব্রুয়ারিতে ফেড কাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার পর কোর্টে আর দেখা যায়নি সেরেনাকে। এরপরেই করোনা সংক্রমণের কারণে বন্ধ হয়ে যায় ডাব্লিউটিএ ট্যুরসহ অনেকগুলো ইভেন্ট। করোনা-বিরতির পর ডাব্লিউটিএ ট্যুর ও ছেলেদের এটিপি ট্যুর আগস্ট থেকে শুরু হওয়ার কথা। সম্প্রতি দুটি নতুন টুর্নামেন্টকে টেনিসের পুনর্গঠিত ক্যালেন্ডারে যুক্ত করা হয়েছে। তার মধ্যে অন্যতম কেনটাকি টুর্নামেন্ট। যেটি শুরু হতে যাচ্ছে ১০ আগস্ট থেকে। সেখানে সেরেনার সঙ্গে থাকবেন ২০১৭ সালের ইউএস ওপেন জয়ী স্লোয়ান স্টিফেন্সও।
সেরেনা আগেই জানিয়েছিলেন, ৩১ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনে তিনি খেলবেন। অবশ্য কেনটাকির টুর্নামেন্টের আগেই ডাব্লিউটিএ মাঠে ফিরছে পালের্মো ওপেন দিয়ে। ইতালিতে এটি শুরু হবে ৩ আগস্ট।