অবশেষে স্থায়ী হচ্ছে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
স্ত্রী ফারহানা রূপার আবেদন মঞ্জুর, অবশেষে স্থায়ী হচ্ছে ক্রিকেটার মোশাররফ রুবেলের কবর। মানবিক বিবেচনায় রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
এর আগে, রুবেলের কবরকে স্থায়ী করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তার সহধর্মিণী চৈতি ফারহানা রূপা। এছাড়া সংবাদমাধ্যমে রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছেও মৌখিকভাবে আবেদন জানান তিনি। ১৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।