অবশেষে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমণি

- আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
অবশেষে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাকে। এ কারাগারে ২৬ দিন বন্দী ছিলেন তিনি। ঢালিউডের এই নায়িকার মুক্তির খবরে ভোর থেকে কারাফটকে ভিড় জমান উৎসুক জনতা।
মঙ্গলবার পরীমণির জামিন হলেও সময়মত জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাঁকে মুক্তি দেয়া সম্ভব হয়নি বলে কারাগার সূত্র জানায় সকালে তাঁর জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেয়া হয়েছে। মাদক মামলায় জামিন পাওয়া পরীমণির মুক্তির অপেক্ষায় সকাল থেকে স্বজনেরা কারাগারের সামনে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার জামিনের আদেশ দেন। গত ৪ আগস্ট বিকেলে বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমণিকে। এর আগে তার বাসায় অভিযান চালায় রেব। উদ্ধার করা বিদেশী মদসহ মাদকদ্রব্য। পরে তার নামে মাদক আইনে মামলা করে বনানী থানা।