অবশেষে বাড়ি ফিরছেন ২৩ নাবিক

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহের ২৩ নাবিক আরেকটি জাহাজে করে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন।
সবকিছু ঠিক থাকলে দুপুর তিনটার আগে পরে তারা চট্টগ্রামের সদরঘাটে কেএসআরএম গ্রুপের লাইটার জেটিতে পৌছবেন। সেখানে তাদের স্বাগত জানাবেন সহকর্মী ও স্বজনরা। এরআগে সোমবার সকালে বাংলাদেশের জলসীমায় পৌছায় এমভি আব্দুল্লাহ। সন্ধ্যায় জাহাজটি নোঙ্গর করে কুতুবদিয়া চ্যানেলে। সেখানে জাহাজ থেকে সাড়ে ১০ হাজার টন চুনাপাথর খালাস করে চট্টগ্রাম বন্দরে আসবে। কিন্তু জিম্মি নাবিকদের স্বজন ও সহকর্মীদের অপেক্ষার বিষয়টি মাথায় রেখে অন্য একটি জাহাজে করে নাবিকদের চট্টগ্রামে আনার উদ্যোগ নেয় কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে।