অবশেষে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

- আপডেট সময় : ০১:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
অবশেষে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুপুর ১টার দিকে মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। জোটের অভ্যন্তরীণ চুক্তি অনুসারে ২০২৩ সালের নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমের কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা মাহাথিরের। এদিকে, আজ মালয়েশিয়ার রাজার সঙ্গে বৈঠকের কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। পরে রাজা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণ করবেন কি না সেটি জানা যাবে। এর আগে শনিবার রাতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া ও আনোয়ার ইব্রাহিমকে সুযোগ দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন মাহাথির মোহাম্মদ। দুর্নীতিতে জর্জরিত জোটকে হারিয়ে ঐতিহাসিক এক নির্বাচনের মধ্যদিয়ে ২০১৮ সালে ক্ষমতায় আসেন মাহাথির। এরআগে, দুই দশকের বেশি ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করেছিলেন তিনি।