অবশেষে টেস্ট ক্রিকেটে জয়ের দেখা পেলো দক্ষিণ আফ্রিকা
- আপডেট সময় : ০৮:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৬১১ বার পড়া হয়েছে
অবশেষে টেস্ট ক্রিকেটে জয়ের দেখা পেলো দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ১০৭ রানে হারিয়েছে প্রোটিয়ারা। ৩৭৬ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ড।
১ উইকেটে ১২১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলো ইংল্যান্ড। ররি বার্নসের ফিফটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে ইংলিশরা। তবে, এদিন আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। ৮৪ রানে সাজঘরে ফেরেন তিনি। জো ডেনলি করেন ৩১ রান। পথ দেখাতে পারেননি বেন স্টোকস, বেয়ারস্টো ও জস বাটলারও। একমাত্র ভরসা হয়ে ছিলেন জো রুট। কিন্তু, ৪৮ রানে বিদায় নেন ইংলিশ অধিনায়ক। প্রোটিয়া পেসারদের তোপে ৪৬ রানে শেষ ৬ উইকেট হারায় ইংলিশরা। রাবাদা ৪টি ও নর্টজে নেন ৩টি উইকেট। এর আগে, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৮৪ রানের জবাবে ১৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। আর দ্বিতীয় ইনিংসে ২৭২ রান করে প্রোটিয়ারা।




















