অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর
- আপডেট সময় : ০১:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। মুখ্য মহানগর হাকিম জসিমউদ্দিনের আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে এ আদেশ দেন তিনি। এসময় জামিন আবেদনও নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
রাতে শাহবাগ থানায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানায় এই মামলা করেন জনস্বাস্থ্য বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ এই প্রতিবেদককে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮ দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। প্রতিবাদে সাংবাদিকরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। এদিকে, রোজিনা ইসলামকে সচিবালয়ে শারীরিকভাবে লাঞ্ছনা ও হেনস্তার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।























