অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুন দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে

- আপডেট সময় : ০১:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুন দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারো উপর নির্ভরশীল নয়। নির্বাচন কমিশন না সরকারের হাতিয়ার, একমাত্র দেশের জনগণ।তিনি বলেন, দেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিলো বিএনপিই। এই দলটি এ পর্যন্ত পদে পদে বাধা প্রদান ছাড়া একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে কোন সহযোগিতাই করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মাঠে প্রতিদ্বন্দিতা ছাড়া জয়ের নিশ্চয়তা দিলেই , বিএনপির ভাষায় নির্বাচন কমিশন নিরপেক্ষ। এধরনের আচরণ রাজনৈতিক সংস্কৃতিতে বেমানান বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।