নির্বাচনকে ঘিরে দেশে জানমালের ক্ষতির অপচেষ্টা রুখতে কাজ করবে পুলিশ : আইজিপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৮১ বার পড়া হয়েছে
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে দেশে জানমালের ক্ষতির অপচেষ্টাকে রুখে দিতে কাজ করবে পুলিশ।
দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় পুলিশ মহাপরিদর্শক আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুলিশ বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এছাড়া প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সমৃদ্ধ ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীকে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সদা প্রস্তুত রাখা হয়েছে বলে জানান আইজিপি। এর আগে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।























