অন্যের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেব না: তালেবান

- আপডেট সময় : ০২:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবেন না। চীন, রাশিয়া, পাকিস্তানসহ ১০ দেশের বৈঠকে এ কথা বলেন তিনি।
রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত এ বৈঠকে আফগানিস্তান ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন দেশগুলোর প্রতিনিধিরা। তিনি আরো বলেছেন, তাঁরা অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবেন না। বুধবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে মুত্তাকি বলেন, তালেবান তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। তালেবানের পক্ষে নেতৃত্ব দেন আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি। বৈঠকে অংশ নেওয়া অন্য দেশ চীন, পাকিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, কিরজিগস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের একটি প্রতিনিধিদল বর্তমানে মস্কো সফর করছে।