অন্যান্য দেশের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তুলতে কাজ শুরু হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাথে অন্যান্য দেশের সড়ক যোগাযোগ ঘটাতে কাজ শুরু হচ্ছে। এজন্য সব পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করেই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে। এমন মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২টি উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র ও সাংবাদিকদের নিয়ে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের চলমান এবং বাস্তবায়নকৃত প্রকল্পের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী প্রতিটি প্রকল্প যেন নির্ধারিত সময়ে শেষ হয় এবং প্রকল্পের মেয়াদ ও খরচ যেন বৃদ্ধি না পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।