অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ সদস্য এই দেশের নাগরিকই নন: মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৬:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৮৬৮ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষিত ও আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হলেও তাদের কাছ থেকে জাতি কিছুই পায়নি। তিনি অভিযোগ করেন, এই সরকারের বেশিরভাগ সদস্য এই দেশের নাগরিকই নন।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত “তারুণ্যের সমাবেশে” বক্তব্য রাখেন মির্জা আব্বাস। সমাবেশে তরুণ প্রজন্মের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
মির্জা আব্বাস সমাবেশে বলেন,”অন্তর্বর্তীকালীন সরকার বলে, সংস্কার করবে, তারপর নির্বাচন দেবে। কিন্তু নয় মাসে কিছুই করতে পারেনি। নয় বছরেও পারবে না। কঠিন সিদ্ধান্ত নেবে বলছে… কিন্তু কী সিদ্ধান্ত নেবে, নিজেরাই জানে না।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ হতাশ। যারা শপথ নিয়েছিল দেশের সেবায় কাজ করার, তারাই আজ জনগণের আশা-ভরসাকে ভেঙে দিয়েছে।”
সমাবেশে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা সরকারের সমালোচনায় একমত পোষণ করেন।




















