অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথমবারের মতো আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতানো বাংলাদেশের অধিনায়ক আকবর আলীকে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।
আকবর আলী ছাড়াও একাদশে রয়েছেন আরো ২ জন বাংলাদেশি ক্রিকেটার। প্রথমবারের মতো বাংলাদেশকে ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকায় রাখায় মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে একাদশে জায়গা দিয়েছে আইসিসি। মিডল অর্ডারের সুযোগ পাওয়ার আরেক বাংলাদেশি ব্যাটসম্যান শাহাদাত হোসেন। বাংলাদেশ ছাড়াও আসরের রানার্সআপ ভারতেরও ৩ জন ক্রিকেটার রয়েছেন একাদশে। এছাড়া আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা থেকে ১ জন ক্রিকেটার একাদশে ঠাঁই পেয়েছেন।
















