অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রভাবে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিকা।
করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ফিফার ওয়ার্কিং গ্রুপ এ ঘোষণা দেয়। ২ নভেম্বর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়ার কথা ছিলো অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের। আর অনুর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা ছিলো পানামা-কোস্টারিকায়। সবার সম্মতিক্রমেই দুটি টুর্নামেন্টই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। পরবর্তীতে নতুন সূচি নির্ধারিত হলে পরে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ফিফা। করোনাভাইরাসের প্রভাবে এরই মধ্যে অকেন ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো অনুর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ।