অনুদান দেয়া হয়েছে মৌলভীবাজার ও মাদারীপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার ও মাদারীপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে অনুদান দেয়া হয়েছে।
দুপুরে মৌলভীবাজার পৌরসভার হল রুমে অগ্নিকান্ডে নিহত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য নেছার আহমদ। গত ২৮ জানুয়ারি মৌলভীবাজারে পৌর শহরে জুতার দোকানে অগ্নিকান্ডে পাঁচজন নিহত হয়েছিলেন ।
অন্যদিকে, মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়নের হাজী ওহাব বেপারীর কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে এ আগুনে ৫টি বসতঘরসহ ১৫টি ঘর ও ২টি গবাদি পশু পুড়ে যায়। বুধবার সকালে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ক্ষতিগ্রস্তদের ৫০হাজার টাকা ও প্রত্যেককে ২বান্ডেল করে ঢেউ টিন প্রদান করেন।