অনুদানের টাকা তুলতে না পেরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনাকালীন সময়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসী তাদের মোবাইল ফোনে আসা অনুদানের টাকা তুলতে না পেরে বিকল্প ব্যবস্থার দাবিতে মানব বন্ধন করেছে।
দুপুরে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, নিজস্ব রেজিষ্ট্রেশন সিম ছাড়া তারা কেউ কোন সহযোগিতা পাচ্ছে না এবং আইডি কার্ড দিয়ে সিম উঠাতেও পারছে না। জেলা নির্বাচন অফিস ও ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়েও কোন প্রতিকার পাননি। এজন্য অনুদানের টাকা পেতে তারা সরকারের কাছে বিকল্প কোন ব্যবস্থার অনুরোধ করেন। এমন দুঃসময়ে বিভিন্ন এনজিও কর্মীরা ঋণের কিস্তির টাকার জন্য চাপ সৃষ্টি করছে। কিন্তু কিভাবে টাকা পরিশোধ করবে? পরিবার পরিজন নিয়ে বাঁচতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।