অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহবান কাদেরের

- আপডেট সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দু’দিনে ১০ জন নিহতের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী ধাপের নির্বাচনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি যেন না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
সকালে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের। ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতিতে স্বতস্ফুর্ত এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে সারাদেশে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে তা ধরে রাখতে সবাইকে আরো সতর্ক থাকার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের বিভিন্ন ইস্যুতে কিছু দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তা দায়িত্বহীন এবং কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখা মোটেই শোভন নয়।