অতীতের কোন নির্বাচনই শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি : ইসি আহসান হাবিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, অতীতের কোন নির্বাচনই শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ফলে বর্তমান কমিশনের ওপর যাদের আস্থা নেই তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন।
দুপুরে খুলনায় সব উপজেলা কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনী পরিবেশ অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়নি বলে যে ধারণা সিইসি দিয়েছেন তার বাস্তবতার প্রতিচ্ছবি বলেও জানান ইসি আহসান হাবিব। আরো বলেন, সকলের সহযোগিতা পেলে সর্বোচ্চ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার সক্ষমতা বর্তমান নির্বাচন কমিশনের রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়নের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান তিনি।