অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে মাগুরার ঘোপ বাওড়

- আপডেট সময় : ০৮:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে মাগুরার মহম্মদপুর উপজেলার বাওজানি গ্রামের ঘোপ বাওড়। শীতের শুরু থেকেই আসছে বালিহাঁস, সারস, জলডুবুরী, বৈকাল হাঁস, পাতাড়ী হাঁসসহ নানা প্রজাতির অতিথি পাখি। এসব পাখি দেখতে স্থানীয় পর্যটকরা ভিড় করছেন বাওড়ে।
প্রতিবছর শীতের শুরুতেই হাজার হাজার অতিথি পাখির আগমনে অপরূপ সৌন্দর্য পায় জেলার মহম্মদপুরের ঘোপ বাওড়। গত দুই দশকের বেশি সময় ধরে শীতপ্রধান দেশ থেকে উষ্ণতার খোঁজে এখানে আসে অতিথি পাখি। সকালে রৌদ্রের তাপ বাড়তে শুরু করলেই জলাশয়ে এসে বসে পাখিগুলো। সন্ধ্যায় ফিরে আশ্রয় নেয় আশে-পাশের বাঁশঝাড় ও ঝোপঝারে। এলাকাবাসীও আপন করে নিয়েছে এই অতিথিদের।
প্রতি শীত মৌসুমে এখানে বিভিন্ন প্রজাতির অন্তত পাঁচ হাজার পাখি আসে। এলাকাবাসীর উদ্যোগে পাখি শিকার স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। দিনে দিনে হয়ে উঠেছে পাখির অভয়াশ্রম। ক্রমশ বিনোদন কেন্দ্র হয়ে উঠছে এলাকাটি।
প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, জেলা প্রশাসক।
পাখি ও প্রতিবেশ রক্ষায় প্রশাসন সচেষ্ট থাকবে বলে আশা করে এলাকাবাসী।