অকেজো হয়ে পড়ে আছে হাতি তাড়ানোর জন্য নেয়া দেশের প্রথম বৈদ্যুতিক বেড়া স্থাপন প্রকল্প
- আপডেট সময় : ০২:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
শেরপুরে অকেজো হয়ে পড়ে আছে, হাতি তাড়ানোর জন্য নেয়া দেশের প্রথম বৈদ্যুতিক বেড়া স্থাপন প্রকল্প। স্থানীয়দের অভিযোগ, প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির তদারকি না থাকায় কোনো কাজেই আসছে না। হাতির আক্রমণের শংকায় দিন পার করছে লাখো মানুষ। বাজেট পেলেই লোকবল নিয়োগসহ দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ।
শেরপুরের সীমান্ত উপজেলা শ্রীবরদী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর বিশাল এলাকাজুড়ে অবস্থিত গারো পাহাড়। এ পাহাড়ি এলাকার প্রধান সমস্যা ভারতীয় বন্য হাতি। হাতির উপদ্রুব থেকে বাঁচতে ২০১৭ সালে ভারত, নেপাল, শ্রীলংকা ও আফ্রিকার দেশগুলোর আদলে সৌর বিদ্যুতের মাধ্যমে তার দিয়ে বেড়া নির্মাণ করে বন বিভাগ। বিশ্বব্যাংকের সহায়তায় শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্তের ১৩ কিলোমিটার জুড়ে এই বেড়া দেয়া হয়।
কিন্তু, পরিকল্পনা ও লোকবলের অভাবে ভেস্তে যাচ্ছে প্রায় কোটি টাকার এই প্রকল্প। প্রথমদিকে কাজে আসলেও তদারকি না থাকায় অকেজো হয়ে আছে সোলার ফ্যান্সিং। এদিকে, আবারো হাতির দল তান্ডব চালানো শুরু করেছে সীমান্তে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
বাজেট পেলে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ।
শেরপুর সীমান্তে হাতির আক্রমনে এ পর্যন্ত ৫২জন মানুষ মারা গেছে। আর, হাতি মারা গেছে নয়টি।





















