বিপাকে পড়েছে রাষ্ট্রায়াত্ত পাটকলে তালিকাভুক্ত ১৯ হাজার বদলি শ্রমিক

- আপডেট সময় : ১০:৩০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন করতে গিয়ে অস্থায়ী বা বদলী শ্রমিকদের কাজ বন্ধ করে দিয়েছে বিজেএমসি। এতে বিপাকে পড়েছে খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়াত্ত পাটকলে তালিকাভুক্ত ১৯ হাজার বদলি শ্রমিক। কবে কাজ মিলবে বা আদৌ আর পাটকলে কাজ মিলবে কিনা- এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নেই বিজেএমসির। এতে চরম অর্থসংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে অস্থায়ী পাটকল শ্রমিকদের।
রাষ্ট্রায়ত্ত পাটকলে স্থায়ী শ্রমিকরা ‘মজুরি স্কেল-২০১৫’-এর মজুরি স্লিপ পেয়েছে জানুয়ারি মাসে। সে থেকেই পাটকলে বদলি শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়া হয়। উৎপাদন কম হওয়ার কারণে বিজেএমসি এ সিদ্ধান্ত নেয়। খুলনার রাষ্ট্রায়াত্ত ৯ পাটকলে বদলি তালিকাভুক্ত ১৮ হাজার ৩৭৭ শ্রমিকই এখন বেকার।
উৎপাদন বাড়াতে রাষ্ট্রায়াত্ত পাটকলে সরকার মজুরী কমিশন দিয়েছে। আর উৎপাদনে নেয়ার জন্য বদলী শ্রমিক সব সময় বেশি ভুমিকা পালন করে থাকে, তাই বদলী শ্রমিক ও পাট না থাকার কারণে মিল ধংসের দিকে চলে যাচ্ছে।
খুলনা অঞ্চলের ৯টি পাটকলে মাসিক মজুরি বেড়েছে সাড়ে ৩ কোটি টাকার বেশি। ফলে কাঁচাপাট ও অর্থ সংকটে মিলের উৎপাদন নেমেছে ২২ শতাংশে। বর্তমানে মিলগুলিতে উৎপাদন সক্ষম তাঁত রয়েছে ৩ হাজার ৬৫০টি, কিন্তু কাঁচাপাট সংকটে উৎপাদনে আছে মাত্র ১ হাজার ৯শ’ টি। এ অবস্থার উত্তরণ না হলে দীর্ঘমেয়াদে বেকার হয়ে পড়বে মিলের তালিকাভূক্ত অস্থায়ী শ্রমিকরা, বলছে বিজেএমসি।