২০১৯-২০ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের উপর করের হার বাড়ানো হবে বলে জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবেশি দেশগুলোতে তামাক পণ্যে করের হার অনেক বেশি। তামাককে নিরুৎসাহিত করতে তারা এ জাতীয় পণ্যে করের হার বাড়ায়।তাঁর দাবি, তামাক নিয়ন্ত্রণে এলে– দেশের স্বাস্থ্য সমস্যাও কমে আসবে। দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সহজ হবে। এসময় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, দেশের তামাকপণ্য উৎপাদনকারী বড় বড় প্রতিষ্ঠানের মালিক সচিব পর্যাযের ক’জন ব্যক্তি। তামাক নিয়ন্ত্রণে যখনই কোনো কাজের উদ্যোগ নেওয়া হয়, তখনই তারা আটকে দেয়। তামাক নিয়ন্ত্রণে তাদেরকেই এই ব্যবসা থেকে সরে আসতে হবে।
২টি মন্তব্য
সাবের হোসেনের কথা টিক আছে!!
দেশি কোম্পানি গুলোর উপর অতিরিক্ত কর আরোপ করা হোক,
সেই সাথে বিদেশি পন্য যেন বাদ না যায়, দেশীয় শিল্প টিকিয়ে রাখতে এর বিকল্প হতে পারে না, বলে আমি মনে করি।