Site icon SATV

সাইকেল চোর সন্দেহে যুবককে গলায় গামছা পেঁচিয়ে মারধরের অভিযোগ

satv logo

চাঁপাইনবাবগঞ্জে সাইকেল চোর সন্দেহে গলায় গামছা পেঁচিয়ে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপুর বিরুদ্ধে।

মারধরের একটি ভিডিও দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে চারদিকে কয়েকজন মানুষ দাঁড়িয়ে এবং বসে আছেন। তাদের মাঝে মাথায় গামছা বাঁধা অবস্থায় এক যুবক দাঁড়িয়ে আছে। সাইকেল চুরির বিষয়টি বের করতে তার পায়ে একজন লাথি মারেন। অপর একজন খাটে বসে বেতের লাঠি দিয়ে তার গায়ে আঘাত করতে থাকে। এ সময় আর্তনাদ করে উঠলে তার বুকেও লাথি মারতে দেখা যায়। এক পর্যায়ে যুবকের গলায় পা দিয়ে চেপেও ধরা হয়। পরে গলায় গামছা পেঁচিয়ে আবারো মারধোর করা হয়।।

Exit mobile version