সংসদ সদস্য আজীমের খুনের খবরে ঝিনাইদহের বাড়িতে নেতাকর্মীদের ভিড়
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের খবরে নিহতের ঝিনাইদহের বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে ভিড় করছেন স্বজন ও নেতাকর্মীরা। হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবী তাদের।
কোলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধারের পর নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ এলাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য’র বাসভবন আর রাজনৈতিক কার্যালয়ে হাজারো মানুষের ভীড়। শেষবারের মত নেতার খোঁজ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন নেতাকর্মীরা।
নেতাকর্মী ও স্বজনরা জানায়, ১৭ মে থেকে এমপি আনারের কোন খোঁজ না পেয়ে ডিবিতে অবহিত করা হয়। এরপরেই শুরু হয় বাংলাদেশ ও ভারতীয় গোয়েন্দা সংস্থার খোঁজ। হত্যার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবী সবার।
কোলকাতার বিধানপার্ক এলাকায় তাকে শেষবার দেখা যায়।