রাজধানীর শান্তিনগরে কাচাঁ বাজারে নিত্যপণ্যের দাম সবসময়ই বেশি। পাইকারি বাজার থেকে প্রতি কেজি সবজির দাম কমপক্ষে ১৫ থেকে ২০ টাকা বেশি। এমন অভিযোগ ক্রেতাদের। এ সপ্তায় মাংসের দাম স্থিতিশীল থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরণের ছোট বড় মাছ।
এবার শীত মৌসুমে শান্তি নগর কাচাঁ বাজারে সবজির সরবরাহ বেশী থাকলেও, নানা অজুহাতে নতুন আলু ৬০, নতুন টমেটো ১০০, শিম ৬০, বেগুন করলা ও বিভিন্ন সবজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কেজি প্রতি পেয়াজঁ ৩৫ থেকে ৪০, কাচাঁ মরিচ ৬০ টাকা দাম হাকছেন বিক্রেতারা। সবধরণের সবজির দামই পাইকারি বাজার থেকে খানিকটা বেশি। দাম বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা ।
এদিকে মাছের বাজার দেশী মাছ দাবি করে রুই কাতলা ৬ শ থেকে সাড়ে ৬ শ এবং টেংরা পাবদা মলা সিং সহ সব ধরণের ছোট মাছের দামই কেজি প্রতি ১ শ থেকে দেড়’শ টাকা বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের। আর মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৪৮০, খাসি সাড়ে ৭ শ এবং ব্রয়লার মুরগী ১৩০ থেকে ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে স্হিতিশীল আছে মুদিপণ্যসহ চালের বাজার।