ময়মনসিংহে ৪ সিনেমা হলে বোমা হামলার ১৬ বছর পূর্ণ হলো আজ।
২০০২ সালের এই দিনে শহরের ছায়াবানী, অজন্তা, অলকা ও পূরবী সিনেমা হলে ওই বোমা হামলা করে জেএমবি। এতে সেখানেই ১০ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়। আহত হয় দু’ শতাধিক। এ ঘটনায় সারাদেশে জারি করা হয় রেড এলার্ট। গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির ও অধ্যক্ষ মতিউর রহমানসহ ৩১ জনকে। কিন্তু ১৬ বছরেও বোমা হামলার সঠিক বিচার না হওয়ায় হতাশ নিহত ও আহতের স্বজনরা। এরইমধ্যে ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিদের মধ্যে দু’জনকে ময়মনসিংহ আদালতে আনার সময় ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে একজন পুলিশকে হত্যা করে তাদের ছিনিয়ে নেয়া হয়।