Site icon SATV

ভারতের ইছামতি নদীর উজানের পানিতে শার্শা উপজেলার বিস্তীর্ন অঞ্চল প্লাবিত

ভারতের ইছামতি নদীর উজানের পানিতে শার্শা উপজেলার বিস্তীর্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বিঘা ফসলি জমি। ভেসে গেছে শত শত মাছের ঘের ও পুকুর।

শার্শার ঠেঙামারী, আওয়ালি, গোমর বিল, মাখলা ও সোনামুখো বিলসহ ছোট বড় ৫২ টা বিল এখন পানির নিচে। চলতি মৌসুমে ইছামতি নদীর পানিতে ডুবে গেছে ৩ হাজার হেক্টর ফসলি জমি। সমস্যা সমাধানে তৎকালীন সরকার কায়বা ইউনিয়নের রুদ্রপুরে পরপর দু’টি ও পুটখালী ইউনিয়নের খলশী খালে একটি স্লুইজ গেট নির্মান করেন। যা এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিবছর এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নায়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। দুইদেশের যৌথ নদী কমিশন পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।

 

Exit mobile version