বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি যাচাইয়ের জন্য ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি যাচাইয়ের জন্য ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল। আগামীকাল তাদের বাংলাদেশে পৌঁছানো কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে আইআরআই ও এনডিআই যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাইয়ে তাদের ঢাকা সফর। ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্যও। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা অনেকটাই নির্ভর করছে।